Keya Sen - Online Memorial Website

Sign in or Register

Choose Language - Last-memories.com

Choose Language - Last-memories.com
Search: Go Advanced search
Main Page
Gallery
Audio/Video
Candles
Condolences
Memories
Life Story
Edit Page
Grief Support
Keya Sen
Born in India
46 years
76368
Bookmark and Share
Family Tree
Be open to your dreams, people. Embrace that distant shore. Because our mortal journey is over all too soon.David Assael


This memorial website was created to remember our dearest Keya who was born in India on July 21, 1958 and passed away on October 21, 2004. You will live forever in our memories and hearts.

রোমন্থন


নিরুদ্দিষ্টা তুমি আজ সপ্তদশী হ’লে-
সপ্ততি আজ আমি। এ কালের আঁধারে
নিত্য অনুপস্থিতি তোমার, জাগে ব্যথা
প্রতি পলে পলে এই অর্বাচিন মনে।
নির্বাসিতা শকুন্তলা, চিরউপেক্ষিতা
সে তো রাজা দুষ্মন্তের বিস্মৃতি শিকার-
তোমার এ নির্বাসন তবে কী কারণ?
কোন বিধির বিধান - কষ্ট অকারণ!
অসম্ভব হয় নি সম্ভব। ফলাফল
শুধু হার মানা হার, শত চেষ্টা ব্যর্থ
ক’রে তুমি দিলে পাড়ি পরপারে ওই;
স্পষ্ট মনে স্মরি সে মহানির্বাণ পথ।
না ফেরার দেশ হ’ল গন্তব্য তোমার-
আজ সেই স্মৃতি রোমন্থন পুনর্বার।।

=================================অষ্টমী ,২০২৩







------------------------২১শে জুলাই         ----------------
-----------------------------------------

মনে কর আজও তুমি আছ
শরীর গতিক তেমন ভাল নেই
তবু আমরা সবাই পাশে আছি
সব মিলিয়ে বাঁচার আনন্দেই।

এমনটা তো হতেই পারত বলো
সংসারের হাল তেমন করে ধরা
নাজেহাল করে দিতাম কেবল খালি,
তবু কপট রাগেও মুখখান হাসি ভরা।

কল্পনাতে এমন করেই আঁকি
আমরা যেন তোমায় ঘিরেই আছি
তুমিই কেবল ভুলটা ধরিয়ে দিলে
বললে কেন কষ্ট ডাকি বেকার মিছামিছি।

আসল কথা তুমি নেই কো জেনেও তোমার জন্মদিনে
ঠিক তেমনই স্মৃতির একলা পথে হাঁটি ফুলের মালা কিনে!

তুমি অন্তত ভাল থেকো…
২১শে জুলাই, ২০২৩










স্মৃতিচারণ ও পালন

অনুপস্থিত উপস্থিতি  দিনে দিনে হল দীর্ঘ
তবু তো জন্মতিথি আসে, মনে ভাসে
পালনের শুভ স্মৃতি অর্ঘ্য।
মৃত্যুকে নিয়ে সাথে সবে আসে পৃথিবীতে
তবু তোমার আগমন, নিশ্চিত সে শুভক্ষণ
আনন্দমুখর ছিল জানি পরিজন পরিধিতে।
শুধু সেটুকুই মনে রাখি, জড়ায়ে আনন্দরাখি
সেই দিন, সেই ক্ষণ, তোমার জন্মলগন-
বিষাদের সুরে বাঁধা গান গায় তবু আজ
ভোরের একাকী পাখি।

মাঝে মাঝে যদি পড়ে মনে এই গৃহকোণ
যদি চোখে পড়ে এই শূন্যস্থান
দেখো স্মৃতিমালা গেঁথে চলি আজও সর্বক্ষণ।
জানা নেই তোমার ওই বিদেহী মন
কোনখানে আছে সে গোপনে,
ভালবাসা খোঁজে তাকে জল-স্থল-অন্তরীক্ষ কোণ!

২১শে জুলাই, ২০২১



 




যা হারিয়ে যায় 

যা হারিয়ে যায় তার সব বুঝি আগলে
রাখা বড় শক্ত কাজ, যেদিন শৈশব হারিয়েছি
তারুণ্যের স্ফুর্তিতে  অমূল্য এ রতন ফেলে,
আনন্দে  মশগুল দিনগুলো  সব  কাটিয়েছি
মাতাল সমুদ্রের  এক  একটা উত্তাল  ঢেউ-এর  মতন।
যৌবনে  সংসার  পেতেছি  আর পাঁচজন যেমন পাতে,
সময় যেন ঘোড়দৌড়ের ঘোড়া। হাসি আহ্লাদে সযতন
কেটে গেল পিতা, মাতা, স্ত্রী-পুত্র- কন্যাদের সাথে।

একুশটা বছর আমার এ সংসারের ধরেছিলে  হাল
হঠাৎ উল্কার মতন আমার আকাশ থেকে গেলে ঝরে,
সে অন্ধকার রাত শেষে সূর্য  তার আলোকিত পাল
যথারীতি তুলেছিল  আমার নীরব এই ধরার পরে।
তবে এ হারানোর ব্যথা চিরন্তন, অনন্ত, অসীম,  
আগলে রেখেছি তোমার সে  ক্ষীণ ম্লানচ্ছায়া স্মৃতি,
ধীরে ধীরে নিভে গেল বাতি,  এল মৃত্যু সে অন্তিম
মনে রয়ে গেল বাকি সব কথা, যত প্রেম ভালবাসা প্রীতি।

আমি সেই থেকে একা,  একা তুমি চলে গেলে ফেলে
এ শূন্য সংসার, তুমি  গড়েছিলে  যারে প্রাণ ঢেলে।।

অষ্টমী, ২৪/১০/২০২০

=================================================


স্মৃতিপালনের সুখ

মহা ধূম্রসাগরে ডুবে থাকতে হলেও
প্রাণ সংশয় তত বিরাট আকার করে না ধারণ;
তবে হারানোর ব্যথা অহল্যা স্থবির,
অনড় প্রাণহীন ফসিল। বিব্রত আজ কবি অকারণ।

বজ্রাহত স্মৃতিভস্ম যেন নড়েচড়ে বসে
কলেবরে তার লেখা থাকে সেদিনের যুদ্ধ ইতিহাস,
যাপনের দিনপঞ্জী পালন যেমন তেমন
এসময় শুধু টেনে ধরে আনন্দোৎসবের রাশ।

সার্ধেক বছরকাল কেটে গেল সময় সন্তরণে
একাকীত্বের চোরা স্রোতে, ঊষর বালির মরুভূমে
অভিমানে, অপমানে, কত মিথ্যা অবদানে -
তুমিও শান্তি পেলে না বুঝি অকাল এ  কালঘুমে!                                                                                                   

==========================================



আজ সেই দিন


দিনের আসা যাওয়া নিয়ম
তবু এক একটা দিন
মনে ফিরে ফিরে আসে -
কোন এক আনন্দক্ষনে জন্ম
কোন এক পালনের দিন,
ঠিক যেমন তোমারই জন্মদিন।

তারা অতীত গুপ্তধন- স্মৃতির
সযত্নে সাজিয়ে রাখা চিরন্তন
আজ যেমন মেলে ধরে পাতা
জীবনের খাতায় লিখে রাখা
যা ছিল আনন্দ তোমার আমার
সময়ের কালচক্রে আজ কেন সে
বেদনা আনে, তবু মনে আসে
আজ সেই দিন – তোমারই জন্মদিন।

অজানা অবস্থানে রয়েছ আড়ালে
একটু খুশি তবু যদি পাঠালে তোমায়,
ভাল থাকো, মনে পড়ে ফেলে যাওয়া
অতীত তোমার, শত ব্যথা, কষ্ট স্বীকার
খুশি মনে তোমায় জানাই
আমার এমন এক স্মৃতিচারণ!






স্মৃতার্ঘ


জগতের নিত্য ক্ষয়ের মাঝে
বিলুপ্তির হিসাব করি নি কোনদিন -
ডাইনোসরের সময়
আদি মানবের সময়
সভ্যতার প্রাচীন দেওয়াল লিপি
সবই আজ লুপ্ত।
সুপ্ত সব, শুধুই প্রাগৈতিহাসিক
ফেলে আসা চিহ্ন আখরে।
 
আমিও বদলে গেছি কত
চলেছি যত, তত পথ বদলেছে
নিত্য যাত্রাপথে। প্রাপ্তিরা সবাই প্রাপ্তবয়স্ক,
আর যত ক্ষয়-ক্ষতির খতিয়ান
সমাধির তলে আছে চাপা, ঘুমিয়ে আছে ওরা।

সেই নির্জনতা আত্মস্থ করে আমায়
গভীর থেকে আরও গভীরে
মগ্নতা থেকে নিমগ্নতায়।

স্মৃতিরা নির্বাকযুগের চলচিত্র হয়ে
যেখানে জীবন্ত হয়ে ওঠে
অতীতের অল্পস্বল্প খুশি আনন্দ সুখ
সব দেখি জীবনের ক্ষয়াটে দলিল -
সেখানে ফিরে আসি দুঃখবিলাসের
মজলিস বসাতে নয়, ফিরে ফিরে  আসি
রোমন্থনের অপার সমুদ্রস্নানে।

এমনই এক ফিরে দেখা
এমনই এক শব্দজাল বোনা -
উপলব্ধিকে আমার উপভোগ্য করে তোলে
সেই সব স্মৃতি-সমাধি আমাকে সম্বৃদ্ধ করে
আনন্দ পরিচয়ে, চিরন্তন ভালবাসায়।

তাই আজ এসেছি আবার ফিরে
পুরোনো সেই জরাজীর্ণ মন্দিরে
যেখানে বেদনার ব্যথিত বাদন
আজও বাজে মনের প্রত্যন্ত কোণে -
সেও বুঝি দিন গোণে
আমার এই ফিরে ফিরে আসার।

১৭/১০/২০১৮ (মহাষ্ঠমী)
========================================

কার মিলন চাও বিরহী...

 

মৃত্যু জানি মুক্তির ছদ্মনাম
অপার আনন্দলোক,
     সে এক আলোক-আনন্দধাম।

মৃত্যু নাকি সব দুঃখ-সুখের,
সব নাম যশ মহিমার ঊর্ধ্বে -
           এমনই সে মহীয়ান।

কিন্তু যে থাকে প্রতীক্ষায়
যার এখনও হয়নি সময়,
মৃত্যু যখন অসময়ে আসে -
প্রিয়জনে নিয়ে চলে যায়
হঠাৎ হেলায়,
    সঙ্গহানি ঘটায় সে বিপর্যয়।

তাই আজ এ অতীত মিলন ক্ষণে
তোমার হঠাৎ চলে যাওয়া
অকাল বিচ্ছেদ ব্যথা,
পালনের কালে যেন আরও বেশি   
                ভেসে আসে মনে।

জ্বালাময় মারণ ব্যাধির দরবারে
কোন আবদার, অনুনয়-বিনয়-
শুধুই অর্থহীন সময় অপচয়।
অনন্তপথে যে যাত্রী যাবার সে যায়,
একরাশ শোক পিছে রেখে
        চলে যায় সুদূর পরপারে।                                           

 



 


আজি শুভদিনে

তুমি তো সেই পরমাত্মা
অদৃশ্য অশরীরী 
অন্তরালের অন্তরাত্মা -
তবে এখনও কি প্রত্যাশা কর
মর্তের শুভেচ্ছা যত উচ্চারিত বাণী
পৌঁছাবে সেই দিগশূণ্যপুরে?

শুভ হোক তোমার অধুনা যাপন -
জানা নেই কোন অবয়বে আছ বেঁচে
নয়তো বা শূণ্যের চেয়ে আরও শূণ্যতার মাঝে,
অজানা কোন অবস্থান –ঠিকানাহীন
এক উপস্থিতি তোমার।

তবু বিশ্বাসেও নয়, অবিশ্বাসেও নয়
মনে পড়ে যায় – আজকের দিনটা ছিল
আনন্দ পালনের এক খুশির যাপন।
বড় কষ্টের হলেও সযত্নে আবার জানাই
ভালবাসা এই শুভদিনে।
কষ্ট পেতে নেই আজ
তাই আবার বলি – ভাল থেকো।

- গৌতম সেন
21 July, 2018


উদ্‌যাপন

আজ কিছু কথা। কিছু হারানো দিন। কিছু স্মৃতির খাতায় একাকী ভ্রমণ। উৎসবের ঝলমলে বাতাস ভারী অতীতকে বয়ে চলে চুপিসারে। ঢাকের শব্দ, ডাকের সাজ, মণ্ডপে মণ্ডপে আপামর বাঙালির বাৎসরিক আনন্দ সমাবেশ – খুশির জমায়েত। সেদিনও ছিল, আজও আছে। তফাৎ শুধু তুমি নিজে গড়ে দিয়ে গেলে, চলে গিয়ে শারদোৎসবের জমজমাট আসর ছেড়ে, চিরতরে অনন্তের অচিন তেপান্তরে।

গুণে গুণে চোদ্দটা অষ্টমী পার হ’ল নিষ্ঠুর এক ব্যথার আসর সাজিয়ে। ভেবেছিলাম পুজোর আনন্দের মাঝে নিজেকে বিলীন করে দেব, সময়ের পলেস্তারা প্রলেপে। না সম্ভব হ’ল না, হবেও না কোনদিন, এতদিনে বেশ বুঝে গেছি। কানে আসে পুরোহিতের উচ্চস্বরে পুষ্পাঞ্জলির মন্ত্রোচ্চারণ, মনে আসে ফিরে ফিরে সেদিনের সে অনন্তযাত্রা তোমার। শরতের মিঠে রোদে পথে পথে উৎসবের চিহ্ন ছড়ানো, কচিকাঁচাদের খুশির জয়যাত্রা। আনন্দ মিছিল। আমার মনের মণ্ডপে তবু আজ কেবলই ঝরে পড়া কেয়া ফুলের বিগত সুবাস, নীরব শোকের অনারম্বর, মন্ত্রহীন সে পুষ্পাঞ্জলি। দেবীজ্ঞানে নয়, অতি প্রিয় সঙ্গী এক মানবীর পুজো সারি আমি আজও।

বিধাতার কারসাজি ঘুণাক্ষরে টের না পেলেও সেদিন, আজ এতদিন পরে বলতে দ্বিধা নেই আমার জীবনের পথে এ অমোঘ ষড়যন্ত্র তাঁর চরম এক রসিকতা। তাই আজও ফি-বছর এই অষ্টমী দিনে ফিরে ফিরে আস তুমি উজ্জ্বল স্মৃতিচারণে, শুধু শোকে নয়, এক অলীক আনন্দলোকে ডেকে আনি তোমায়, কিছুটা সময় কাটাই ঘনিষ্ট অতীতের নিবিড়তা মাঝে। ইথারের মাঝে যদি অন্তরাল খুঁজে বসবাস করো, যদি এখনও মনে পড়ে ফেলে যাওয়া তোমার আপনজনের কথা, তবে ব্যথা নয় শুধু, শক্তি জুগিয়ে যেও বাকিদের বাকিদিনের পথচলার পথে। আর যদি কোথাও তোমার অস্তিত্ব খুঁজে না পায় আমার এ বাণী – তবে স্মৃতিতে রয়ে গেছে যে আনন্দমুর্তি তোমার, তাঁরই হোক পুজা এ বাৎসরিক ক্ষণে, আবার, বারেবার আজ এই অষ্টমীর দিনে।



শুভ জন্মদিন
 অন্তরের মর্মবাণী তোলে প্রতিধ্বনি প্রতিনিয়ত
তারই কিছু শব্দ আজ এই শুভ দিনে উচ্চারিত
হোক অতীতের সেই সুখস্মৃতি ক্ষণে !

২১শে জুলাই, ২০১৭

শুভ সে অতীত দিন

তোমার আমার পাশে থাকা
যেদিন থেকে স্মৃতির ইতিহাস হয়ে গেল
উপহারে ভরিয়ে দেওয়া কিছু কিছু বিশেষ দিন
কিছু কিছু বিশেষ আনন্দক্ষণ।
সাথে ক’রে নিয়ে গেলে তাদের
হঠাত ক’রে হারিয়ে গেলে যেদিন।

আজ তেমনই একটা দিন -
শুভ জন্মদিন। একুশে জুলাই। দু-হাজার সতেরো।

কতদিন আর আগে, বলো?
মাত্র দশক ষাট আগে- 
আলো দেখেছিলে প্রথম সেদিন 
আনন্দে ভরেছিল তোমার পরিবার।
সেদিন ই লেখা হয়ে গেছিল বিধিলিপি
তোমার আমার সংক্ষিপ্ত পথ চলা পঞ্চালী।

শব্দরা তরঙ্গ। 
তোমার সঙ্গে যোগাযোগ, যা কিছু যতটুকু সঙ্গ
সে শুধু আজ ওই তরঙ্গপথ। শব্দতরঙ্গ।
তাই লিখে পাঠালাম জন্মদিনের সওগাত
এই শব্দগুঞ্জনে। না পাওয়ার এই পুনঃক্ষণে
বিষাদের প্রতিধ্বনি মাখা নীরব অনুরণনে।

২১শে জুলাই, ২০১৭
_____________________________________________

সল্পায়ু বন্ধন

আয়ু পথে যতি চিহ্ন আঁকা হল
দ্বাদশ শারদবর্ষ আগে মহাষ্টমী সকালে -
সব কিছু পিছনে ফেলে নিছকই অকালে।

স্মৃতিকে উসকে দিল সে অকাল প্রয়াণ
আজ আবার উৎসব পঞ্চপ্রদীপের শিখা
স্মরণে তে টেনে আনে সে চিতা শয়ান।

সে অসময় প্রবল দুঃসময়ের বার্তা নিয়ে 
এনেছিল আমার এ ঘরে দীপ নেভা
অনর্থক দূর্গা বিসর্জন -

সংসার আঙিনায়
আজও এ উৎসব ফিরে ফিরে আসে।
আলপনা আঁকা হয় বিষাদের রঙে
সময় পারে নি দিতে আজও কোনও ক্ষতিপূরণ ।

অন্যায্য ক্ষতি আজও ক্ষত হয়ে খোঁজে নিরাময়-
অলক্ষ্যে নিয়তি জানায় সে নেহাতই নিরুপায়।






 




স্মৃতিচারণ

 

জড়ায়ে ছিলে জীবনে জীবন সম

 জন্মলগ্নে আনন্দ উপকর্ষে

 জনক-জননী, স্বজন সমূহ হরষে।

দিন এল যবে, আপন গৃহ ছাড়িয়া

 বসত রচিলে আমাতে –

 

সেই দিন হ’তে তুমি আমারই উদযাপন

 বরষে বরষে আজি এ পূণ্যদিবসে।

 জিজ্ঞাসি যদি তোমারে - স্তব্ধতা ঘেরি

 বঞ্চিলে কেন মধুর এ সম্পাদনে,

 ত্যাজিলে আমায় কোন মহাশূণ্যতা মাঝে

 ভরিতে জীবন স্মৃতির শঙ্খনাদে ?

 

হারায়ে তোমারে জীবন মধ্যগগনে

 তুমি আছ কোন একাকীত্ব-সাগরে

 অনতিলঙ্ঘ গোপন অবগুন্ঠনে –

 সেই হ’তে চলি আমি যাপনের পথে,

 হৃদপাথরের গাত্রে লিখেছি তোমারই নাম,

 লিখেছি ধাবিত সময় প্রাকারে।

 

জাগতিক সীমা ছাড়ায়ে বিরাজিছ তুমি যেথা

 ভালবাসা খুশি থেকো আজি তেমনই পূর্বাপর,

 দৃষ্টি বিনত হোক অধোমুখে ওই শান্তি পারাবার হ’তে-

 দেখ চাহি এ জন্মদিন উদযাপন,

 স্মৃতিচারন শুভ এই দিবসেতে আজি পূনর্বার।

 

 21/07/2015

Remembrance

 

An entity of engagement in my life -

You on earth proved to be a joyous bearth

For your mother, for your father and others.

 

The day you changed your place,

Started to reside in me -

From that day, you remained my celebration  –

Every year this glorious day.

 

Tell me now why did you stop and

Debarred me from this sweetest  deal,

Why did you leave me deserted to feel void

And to fill alone with memories alive.

 

I lost you so soon, almost at noon of our time

You’re in an ocean of loneliness

with occult presence -

While I thribe, I inscribe your name

On the edges of the stones

On age’s wall of time.

  

Beyond all mundane sights where you reign -

Be happy my love, as you’re used to be

From your peaceful abode look beneath

Our remembrance today you do have to see.



II

Every time I remember the immense loss -

the gloss of my life that you took away from me;

A feeling of an irrevocable damage floats up.

Days go by; my life gaining age every day

and your forced separation too

causing a sore within without heal,

kept me roving  on a lone shore of the life’s ocean.

 

Yet those days come that called for celebration,

but your not being with us

changed the calibration of my life altogether,

like an orchestra missing its tuning lacking harmony.

Remembrance instigates, impels me to reach back

those moments of sprinkled jubilation and delight.

I fight within, cry within too, but you’re lost forever,

leaving a captivating memory on earth,

my only sweet possession.

 

Today – a day I ought to pour my wishes

wherever it may have to reach,

but be there where you are.

Gather the blossoms of warm wishes -

the fragrance of my feelings on your Birthday.

Those who are gone, far away from home,

Know not where do they stay-

but I know my wishes with wings

would alight on your land of rest and peace.

Be your soul happy again with

the gleams of a heavenly bliss!



Quick Gallery